এক আকাশ অভিমান লয়ে
যে গিয়াছিল স্বেচ্ছানির্বাসনে হারায়ে
আজ তারে কেন ডাকো
কি অভিসারে?
বেদনা অপ্রাপ্তির সুরতানলয়ে
যে গিয়াছিল নিকষঅমানিশায় হারায়ে
আজ তারে কেন ডাকো
কি স্বার্থভাবে?
ব্যর্থতা আত্মগ্লানি প্রেম লয়ে
যে গিয়াছিল বিস্মৃতিঅতলে হারায়ে
আজ তারে কেন ডাকো
কি মনোরথে?