ভাসি তোমার প্রেমে
দুরন্ত নদী স্রোত তুল্য
জ্বলি তোমার প্রেমে
লেলিহান বন্হিশিখা অতুল্য।
ডুবি তোমার ধ্যানে
ঈশ্বরজ্ঞানে আত্মবোধ লুপ্ত।
অনুগত তোমার সনে
অসীম অনন্ত যুগ অনুরক্ত।
অনুসারী তোমার পদচিহ্ন
তোমার অভিপ্সার প্রতিবিম্ব।
আত্মজ্ঞানে তোমার অভিন্ন
পূজারিণী প্রিয়া মালাকদম্ব।