হইলে তুমি পর
আমিও হইলাম আত্মনির্ভর
কোমল আবেগ অনুভূতি
হইয়াছে নিশ্চুপ নির্ঘর
অজস্র স্বপ্নময় স্বর্ণমৃগ
লুকায়িত শাণিত খঞ্জর
ক্ষতবিক্ষত দগ্ধ অন্তরে
চলিয়াছি একাকী নিশাচর
ক্ষুধা তৃষ্ণা নিদ্রাহীন
জীবন মরীচিকা মরুঊষর...