বলো বলো প্রিয়জন
অন্তরে রাখি সুগোপন
বিন্দু বিন্দু বর্ষরণ
প্রেম সোহাগ আলাপন
নীরবে কথিত কথন
শোনো তুমি সংগোপন
বিরহ বেদনায় ক্রন্দন
প্রিয় সঙ্গলাভে জীবন
প্রেম দুর্বার মন্থন
সুধাময় সুরভিত চন্দন
বলো বলো প্রিয়মন
অন্তরে রাখি মধু়ক্ষণ।