ল্যান্ড ফোনটা আর বাজে না
প্রতিবেশীর ফোন প্রতিবেশীর ঘরে
হাঁকডাক করে আর আসে না
লোকাল কল সুদূরের ট্রাঙ্ক কল
শব্দগুলো আজ বড় অচেনা
ফুরিয়েছে দিন লাল ডাক বাক্সের
পিয়নের ডাক আর শোনা যায় না
নীল খাম বাদামি খাম চিঠিগুলো
সব অতীত স্মৃতি সুখ ময়না
প্রিয় গুরুজন প্রিয় মানুষের
শুভাশিস ভরা চিঠি আর আসে না
তপ্তদুপুরে দুয়ারে দাঁড়িয়ে উতলামনে
প্রিয়জনের চিঠির অপেক্ষা আর হয় না
যত্নে ধৈর্য্যে গোপনেলেখা প্রেমালাপ
আতরের সুগন্ধি ভরা খাম আসে না...