আমি বলে দিচ্ছি_
শেষ...
কম্পিত স্তম্ভিত স্নায়ু
বাকরোধ হয়ে আসে।
মূর্ছিত হলো দেহপ্রাণ
তোমার অদৃশ্য প্রহারে।
জ্ঞানহীন বইলো প্রহর
একাকী শুশ্রূষাহীন ভোর।
হৃদগতি স্তিমিত অনিয়মিত
সহেনা শোক হৃদয়ক্ষত।
পরমেশ্বর ফিরালো জ্ঞান
স্তব্ধদুপুর প্রাণশক্তি ম্রিয়মাণ।
তবুও ঝরে আকুলআঁখি
নির্বাক নিঃশব্দে অভিমান।
ভালোবেসে নিঃস্ব হলাম
অন্তরাত্মা দহন অবিরাম।
এই কি ভালোবাসা
প্রেমের পরম দান?