গুরুজন হয় পথপ্রদর্শক।
কথাটা আজ মিথ্যা
ভুল হয়ে গেল।
আপনজন?
নাকি প্রতারক?
বিশ্বাসঘাতক হয়ে গেল।
জীবন আজ শাস্তি
শান্তিহীন তোমাদেরই দয়ায়।
কি অপরাধ ছিল আমার?
কেন এত নিষ্ঠুরতা তোমাদের মনে?
আজ কেন আসো আমার দ্বারে?
ক্ষমা ভিক্ষার পাত্র হাতে?
"আমি হাত জোড় করে ক্ষমা চাইছি,
আমায় ক্ষমা করতে পারবি?
আমি তোদের জীবন নষ্ট করে দিলাম।আমি চাইলেই তোদের জীবন গড়ে দিতে পারতাম।এখন আমি চাইলেও আর কিছু ফেরাতে পারছি না। এ আমি কি করলাম।তোকে দেখার তোর শেষ জীবনে পাশে থাকার যে কেউ রইলো না।আমায় ক্ষমা করতে পারবি?"
কি হবে আর এই কথাগুলো বলে?
পারবে কি ফিরিয়ে দিতে আমার জীবন?
আমার সময়?
পারবে না তোমরা।
তবে আমি কি ভাবে দেবো
তোমাদের ক্ষমা ভিক্ষা?
নিষ্পাপ জীবন নষ্ট করে দিলে অবলীলায়
আজ তোমাদের মনে অনুশোচনা জাগছে?
কি হবে আমার
তোমাদের অনুশোচনা দিয়ে?
অভিশপ্ত জীবন ভার
লাঘব তো হবে না আমার।
তবে কি করে করবো
আমি তোমাদের ক্ষমা?
চলে যাও আমার সম্মুখ হতে
আমি দেখতে চাই না আর তোমাদের মুখ।
মৃত্যুই হবে শান্তির আশ্রয়
এই তো ভবিতব্য আমার।
এতো তোমাদেরই দান!
চেয়ো না আর
এই দানের বদলে প্রতিদান!