আমি নারীবাদী
হ্যাঁ আমি নারীবাদী।
সমাজ পরিবারের দাবি
চুপ থাকবে নারী
নিশ্চুপ হয়ে মেনে নেবে সব
শত অন্যায় দুর্ব্যবহার ।
তবেই তো সে ভদ্র নারী!
বেশ তবে রইলাম চুপ
নীরবতাও হয় প্রতিবাদের ভাষা।
পাবেন না আর কেউ কোনোদিন
প্রয়োজনের সময় সেই আন্তরিক
সেবাপরায়ণ মেয়েকে খুঁজে।
অনেক দংশেছো বিষবাক্যে।
হৃদয় দুয়ার আজ বন্ধ।
মায়াহীনতা নির্বিকারচিত্ত আত্মকেন্দ্রিকতা
তিন নিশ্ছিদ্র পরিখা দিয়ে
ঘিরে রেখেছি নিজ হৃদয়।
আজ সবার প্রবেশ নিষিদ্ধ।
সহস্র আঘাতেও আর কেউ দেখবে না
কোনদিন চোখের নোনা জল।
দেখবে সদা হাস্যোজ্জ্বল আমার মুখ
শুনবে নির্ভীক দীপ্ত কণ্ঠস্বর।
জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছি যে নিজ অন্তরে
এটাই আমার নীরব প্রতিবাদ।
জ্বলো,এবার তোমরাও হিংসায় জ্বলো
নীচমন,অমানুষ যত,সাক্ষাৎ অন্ধকার।