কেন নেভে না এই জীবনদীপ?
নিকশ আঁধার দেখি চারিদিক।
আশার আলোর একটি কিরণও নাই।
কেন যে শ্বাস নিই
উত্তর খুঁজে না পাই।
ডুবন্ত সূর্যের চোখে চোখ রেখে
প্রশ্ন করি আমি নিজেকে।
কোথা ছিল মোর ভুল
এ দেহ তো নিষ্পাপ এক ফুল।
তবু রইল ধূলায় পড়ে।
অবহেলায় অনাদরে।
নেই আজ আর কোন অভিযোগ
কারো প্রতি।
আমি যেন করতে পারি
সকলকেই ক্ষমা।
যতো আছে মোর গুরুজন
অতি নিষ্ঠুর মনা।
আমার মন যেন হয় ঘৃণাশূণ্য।
আমার অন্তর যেন হয়
প্রভু, তোমার ভক্তিতে পূর্ণ।
সময়ের ঘূর্ণীতে
আমি ডুবছি অবিরত।
না জানি আমি দেখবো
কষ্ট আরও কতো।
আমি মিশে যেতে চাই পরমাত্মায়
অধীর আগ্রহে করি মৃত্যুর অভিলাষ।
বলো প্রভু, কবে মেটাবে
মোর এই আশ?