অভিনিবিষ্ট হোক মন শিব নামে
অতিঅল্পে তুষ্ট আশুতোষ নামে।
রাজবেশহীন ব্রহ্মাণ্ডপতি রাজাধিরাজ
সর্বাঙ্গে ভষ্ম রুদ্রাক্ষমালা পুষ্প সাজ।
শোভিত চন্দ্র চন্দ্রশেখর শিরে
দেবী গঙ্গা আশ্রিত মহাজটাধারে।
ভক্তশিরোমণি বৃষভ চরণপাশে
সর্পরাজ অলংকার গ্রীবা কটিদেশে।
প্রিয়াপার্বতী বামে গণেশ ক্রোড়ে
অনির্বচনীয় শোভা কৈলাস নীড়ে।
পুণ্য কলস ভড়ি নিয়ত রূপে
আশ্রয় চাহি দেবপিতামাতা গৃহে।
অবিচলমনে চলি ক্ষুরধার ধর্মপথে
জীবন অমৃতময় নীলকন্ঠ নামজপে।


রচনাস্থান: একশতআট শিবমন্দির অম্বিকাকালনা রাজবাড়ী