অঝোরে ঝরিছে বৃষ্টির ঐ ধারা
মন যে আজিকে তোমাতে হারা।
চমকে বিজলি,মন নেই কাজে
তোমারে খুঁজি হৃদয় মাঝে।
প্রভাত আকাশে মেঘের ঘনঘটা
স্তিমিত আজি সূর্যপ্রভা।
মুখরিত চারিদিক বিহগ কূজনে
আসিবে কি তুমি মিলিতে সুজনে?
চিত্ত আজি ব্যাকুল অতি
প্রিয় দর্শনে ধায় পবনগতি।
সিক্ত বসন সিক্ত অধর
উষ্ণ কায়া তোমাতে বিভোর।
জয় পরাজয় নাহি মানি লোকলাজ
নিষেধ বারণ না শুনিবো আজ।
কৃষ্ণচূড়া রাঙা পথ ডাকিছে আমায়
দুর্নিবার আহ্বান তোমার প্রণয়।
কুঞ্জ বনে ভ্রমরী শুধায়
প্রিয়,তুমি করিবে কি গ্রহণ তোমার প্রিয়ায়?
বাঁধিবো তোমারে জুঁই ফুলহারে
চঞ্চল পাখা মেলি খেলিবো জোৎস্নায়।
অনেক স্বপ্ন আঁকা আছে মেঘের ভেলায়
বলো প্রিয়, তুমি নেবে কি আমায়?



03.05.2022