উদাত্ত সুরে
ডাকিয়াছি তোমারে
প্রেম নীলকুরিঞ্জী
ফুটিল যুগপরে
শুনিবে প্রিয়পদধ্বনি
গাহিবে আগমনী
অশ্রুসিক্ত নয়নে
প্রতীক্ষা প্রহরগুণি
বাঁধিয়াছিলে মায়াডোরে
সহস্রবিস্তৃত শিকড়ে
মহীরুহরূপে প্রেম
প্রকাশিত গহীনান্তরে
নীলকুরিঞ্জী হৃদয়
অপেক্ষারত প্রিয়দর্শনে
এসো প্রিয়তম
তপস্বিনী আহ্বানে।
নীলকুরিঞ্জী এক বিরল পাহাড়ী নীল বর্ণের ফুল। দক্ষিণ ভারতে বারো বছর অন্তর একবার ফোটে।