স্বপ্নগুলো ঝরাপাতা
পথের উপর রয় পড়ি।
দিগন্তে ওই বৈশাখী ঝড়
দমকা হাওয়ায় যায় উড়ি।
নীল মেঘেতে জল জমেছে
পদ্ম পাতায় জল ছবি।
উদাস করা দখিন-হাওয়া
অস্তাচলে যায় রবি।
ঘরে ফেরার পালা সবার
ঘর হীনায় কেউ সুধায় নাহি।
চিনতে তারে চায় না কেহ
বাঁচার তরে কোথায় যাবি?
নিস্পৃহ মন খোঁজে তরুছায়াতল
আসুক ঝঞ্ঝা আসুক বারি।
তবু ফিরবো না আর
ফিরবো না আর সেই তরী।
ব্রাত্য আমি যাদের কাছে
বাঁধন সবই টুটে গেছে।
আপন পরের ভেদ খুলেছে
স্বপ্নগুলো ঝরে গেছে।
মুক্তি পেল বন্দি পাখি
আপন কেহই নয় শুধুই ফাঁকি।
ঝড়ো হাওয়া উথাল পাথাল
ভয় কি? পাষাণ আমি
তুফান ঝড়ে করবেটা কি?



6.5.2022
শুক্রবার