অজানা পথে চলেছি আমি একাকিনী।
পিছে রইল পড়ে, জীবনের সোনার দিনগুলি।
কতো সময় নামে অঝোরধারায় চোখের জলের বৃষ্টি
চোখের ঐ নোনতাজলে আবছা হয়ে যায় মোর দৃষ্টি।
তবু গলে না তো পাষাণ মন সব।
চাই না, চাই না আমি আর
কারো দয়া,করুণা, ভালোবাসা।
নেই কিছু আর প্রত্যাশা।
বলো,আরো বলো মোরে নিষ্ঠুর কটুকথা।
শুনবো আমি নিশ্চুপ হয়ে।
দেখি,কত দিতে পারো মর্মব্যাথা।
তোমরা দেখবে শুধু আমার নিরবতা।
আমার ফুলের মতো নিষ্পাপ মন
আজ পাষাণে পরিণত।
আজ আর অল্প আঘাতে
আমি হই না ক্ষতবিক্ষত।
হৃদয় মাঝে অগ্নিসম দহন জ্বালা
শুষ্ক তৃণসম জ্বলছি আমি অবিরত।
তবু রুদ্ধদ্বারের ভিতর
আমার সকল আবেগ,অনুভূতি
আমি আজ লুকিয়ে রাখতে জানি।
তোমারা দেখবে না আর কেউ,কোনো দিন
আমার করুণ দুটি আঁখি।