অমৃত কুম্ভের সন্ধানে
চলি অজ্ঞাত পথে
নবপল্লব বিকশিত অন্তরে
প্রতীক্ষা প্রতি প্রত্যুষে
কুয়াশাচ্ছন্ন দিক চক্রবালে
অরুণ উদিত নবউদ্যোমে
অযুত প্রশ্নমালা হৃদয়ে
যাযাবর আমি বিশ্বভ্রমণে
অন্তঃসারশূন্য মানবজগতে
বিতৃষ্ণা বিমুখতা বন্ধুত্বে
প্রকৃতির রূপ মাধুর্যে
অমৃতধারা পাই অনুভবে।