আমরা মহিলারা
ভিড়বাসে জনস্রোতে প্রতি মুহূর্ত চিন্তা পোহাই
তিক্ত অভিজ্ঞতার বিবরণ শুনে চলি কতোই
কতোদশক অতিক্রান্ত হল তবু সমস্যা একই
সদর্থক পরিকল্পনা নিল না সমাজ কখনোই
অশ্লীলতা নীচমনোবৃত্তির কোন পরিবর্তন নেই
আমরা মহিলারা
নিশ্চিন্ত মনে উঠি ট্রেনের মহিলা কামরায়
এক দীর্ঘ যাত্রাপথ হয় নিশ্চিন্ত স্বস্তিময়
সমাজে এই ব্যবস্থাপনার আবশ্যকতা কতহয়
মহিলাকামরার দেওয়াল লিখন প্রমাণ হয়
নারী মাংস লোলুপ হায়েনারা শিকার হারায়
তীব্রক্ষোভে অকথ্যভাষায় কতকিছু লিখে যায়
স্বনির্ভর নারীদের প্রতি আক্রোশ প্রকাশ পায়
নতুন প্রযুক্তির গ্রহণ সমাজে প্রতিনিয়ত হয়
তবুও নারীসাফল্যের বিরুদ্ধে আক্রোশই রয়
তবুও মহিলাকামরা অবিচল নিজ লক্ষ্যে ধায়।