আজ লাটাই ঘুড়ির দিন
সাথে মন্ডা মিঠাই
নাচে গানে প্রাণ ভড়ানো
আজকে পূজার দিন।
দেখি দুচোখ ভরে
সকাল হতে বিকালবেলা
আকাশ জুড়ে রং বেরঙের
আজব রকম ঘুড়ির মেলা।
ছোট বড়ো সবাই মিলে
ভোঁকাট্টা আওয়াজ তুলে
জমিয়ে করে ঘুড়ির খেলা।
আজ সবার ঘরে ঘরে
পান্তা ভাতে ইংলিশ ভাজা
বরফি ডালের, খেতে তাজা।
শরৎ আকাশ সোনালী রোদ
হালকা হাওয়া কাশফুলে ঢেউ
আজ সবার মুখে ফোঁটায় হাসি।
সাদা মেঘের শীতল ছায়া
নদীর পাড়ে সবুজ ঘাসে
আজকে দেখি প্রানের মেলা।
স্মৃতির দুয়ার খুলে দিয়ে
আজ সবার মাঝে দেখি আমি
আমার হারিয়ে যাওয়া ছোট বেলা।