বন্ধু, তুমি বুঝো না আমায় ভুল
নিজ গুণে করে দিও ক্ষমা।
জীবনের কটা তারিখ হয় অভিশপ্ত
দুর্ঘটনা কেড়ে নেয় মানুষের প্রাণ।
তবু প্রিয়জনের স্মৃতিপটে
রয়ে যায় সব অম্লান।
আজীবন বয়ে চলে দুঃস্মৃতিভার
চাইলেও পায় না মানুষ
তার থেকে নিস্তার।
প্রতিটা মুহূর্ত যেন জীবন্ত হয়ে থাকে
নিজেই নিজেকে দেখে চোখের সম্মুখে।
সে দিন কোথায় ছিলাম
কি কি হয়েছিল
মানুষ ভোলে না কখনোও
ভয়ংকর দুর্দিনগুলো।
স্মৃতিভারে জর্জরিত মানুষ খোঁজে একাকীত্ব।
নীরবে-নিভৃতে ডুবে যেতে চায়
কিছু সময় অতীতের মায়াজালে।
আমিও চেয়েছি থাকতে
কিছু সময় নিরালায়।
বন্ধু, যদি পারো
ক্ষমা কোরো ভাগ্যহীনায়।
এই লেখাটি আমার নিজের ব্যক্তিগত জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা।এক অ্যাক্সিডেন্টে আমার এক আপনজনকে হারিয়েছি আমি 17.05.2021তারিখে।