জীবন তো হয় এক পূর্ণ বৃত্ত।
এ জগত সংসারে কন্যা সন্তান হয়ে যায় ভৃত্য!
আশৈশব কৈশোর
দেখিলাম দিনভর
শুনিলাম "তুই মর "
কন্যা সন্তান মানেই অপাঙ্ক্তেয়।
মাতৃহীন আমি ,
মাতৃস্নেহ কি হয়
জীবনেও তা না জানি।
দেখি শুধু দুচোখ ভরে
কত স্নেহ নিজ সন্তান তরে
রাখিলো তুলে বড় বড় গুরুজন ।
আর আমি তাদের দৃষ্টিতে
চক্ষুশূল একখানি ।
ছোট্ট ছোট্ট শিশুর দুই হাত দিয়ে
করিয়ে নাও যত
নিচ কাজ আছে ঘরে।
হোক সে রক্তাক্ত!
হোক সে ক্ষুধার্থ!
হোক সে অতিক্লান্ত!
সবাই দেখেও চুপ করে রও
করো পৈশাচিক আনন্দ!
তোমরা সব অমানুষ অপদার্থ।
এক যুগ পরে
যখন ফিরি তোমাদের ঘরে
দেখি ঈশ্বরের ন্যায় বিচার!
অসহায় বৃদ্ধ-বৃদ্ধা তোমরা
না দেখে তোমাদের অতিপ্রিয় সন্তানেরা।
অযত্ন-অবহেলায় আজ তোমাদের দিন যায়।
আজ তাদের নিন্দা করো।
মোর কাছে! হায়!
ঈশ্বর সকল কর্ম ফিরিয়ে দেন।
নিরবে চাক্ষুষ করি আমি তায়!
বিধাতার কঠিন বিচার!
তবু তোমাদের দুঃখ দেখে
আমি সুখী নাহি হই।
এত নিচ আমি নই।
সদা মনে রাখি
জীবন তো হয় এক পূর্ণ বৃত্ত।
ঘৃণা দিলে ঘৃণা ফিরে পাবো।
ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাবো।
কোন মানুষ না দিক
ঈশ্বর দেবে, আমার আঁচল ভরে।
8th March 2022