ওরে গণ্ডমূর্খ রাজনীতিক
তুলিসনা ছাত্রমনে আলোড়ন।
উঠবে বিধ্বংসী ঘূর্ণিঝড়
লক্ষ তড়িৎএককে বিদ্যুৎশিহরণ।
ভয়ার্ত আগ্নেয়াস্ত্রধারী সেনা
সম্মুখে জনসমুদ্ররোষ বিস্ফোরণ।
বৃথা ক্ষমতার দম্ভ
অযোগ্য নেতৃত্বের আস্ফালন।
মাতৃ হৃদয়ে আর্তনাদ
রাজপথে শহীদের রক্তক্ষরণ।
পাষাণী কলঙ্কিত শাসক
শাপিত হলি নিজকর্ম কারণ।
রাষ্ট্রনীতিপ্রণয়ন জনতার মতে
জনতাই প্রকৃতক্ষমতাধারী জনার্দন।
ছাত্রশক্তি ইন্দ্রবজ্রসম অজেয়
যুগযুগান্তরে স্বৈরাচারী করে দমন।
ওরে নির্বোধ রাজনীতিক
করজোড়ে কর ছাত্রশক্তিকে নমন।