বন্ধু,কোথায় সবাই তোরা
চল না হই আজ একটু বাঁধনহারা।
চল ছুটে যাই সুদূর তেপান্তরে
যাই ফিরে উচ্ছ্বল কৈশোরবেলা।
মুক্ত আকাশ হিমেল বাতাস
কাছে ডাকছে আমায় খুব।
চল না বসি সবুজ ঘাসের 'পরে
নয়ান ভরে দেখি ধরণীর অপাররূপ।
শেষশীতের ভোরের আকাশ দেখি
আজ গভীর কুয়াশায় আচ্ছন্ন।
দুরে কোথাও ডাকছে কোকিল
কৃষ্ণচূড়াফুল বলে যায় বসন্ত আসন্ন।
একলা ঘরে চুপটি করে
থাকে না আর অবসন্ন মন।
বায়না করে ছুটে যেতে
ফিরে পেতে শৈশব কৈশোর জীবন।
রচনাকাল:রাত 10:00 PM
রবিবার 12.02.2023