বপন করতে চাই
দশ কোটি নতুন গাছ
পাগলের প্রলাপ বলে
হেসেছিল লোকসমাজ
অসম্ভব অসাধ্য নয়
কিছুই কঠিন নয় কাজ
চলো অরণ্যের কাছাকাছি
হেলিকপ্টার হবে সাথী
উড়িয়ে দাও ছড়িয়ে দাও
দশকোটি বীজ আকাশপথে
অভিকর্ষজ টানে পৃথিবীর বুকে
আসবে নেমে ভবিষ্যৎ মহীরুহ
ধরিত্রী মাতার বুকে হবে
পরম স্নেহে লালিত পালিত
একটু সদিচ্ছায় জগত সবুজ
প্রকৃতি সুন্দরী বালিকা নবরূপ...
লুইগি কানি
পেশা স্টান্টম্যান
তাঁর ব্যক্তিগত উপার্জন ও প্রচেষ্টায় 27রকম গাছের দশকোটি বীজ আকাশপথে ছড়ানো হয়েছে ও বীজের অঙ্কুরোদগম হয়েছে 95%। ব্রাজিলের আমাজন বনভূমিতে এই বীজ ছড়ানো হয়েছিল। আমাজনের এই অংশ দাবানলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।এই অংশে নতুন করে গাছ রোপণ করতে লুইগি উদ্যোগ নেন।উনি নিজ হাতে বীজ ছড়ানো স্কাইড্রাইভ করে।
এই লেখাটি ওনার জন্য শ্রদ্ধা নিবেদন।