আমার বড়ঠাকুরদা শল্যচিকিৎসক
উনি বলতেন
ধর্মভেদ জাতিভেদ?
শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ভেদ?
চল আমার সাথে হাসপাতালে
দিই ছাড়িয়ে দুটো মৃতশরীরের চামড়া
তারপর তোরা দেখে সনাক্ত কর
কোন ধর্ম জাতি শেতাঙ্গ কৃষ্ণাঙ্গ!
প্রতিটি মানুষের শরীরের রক্ত লাল
শরীরের অভ্যন্তর যেন
সদ্য প্রস্ফুটিত লালফুল
কোন ধর্ম জাতি শেতাঙ্গ কৃষ্ণাঙ্গ
কোন বিশেষ বিশেষত্ব চিন্হ নেই
মানুষ শুধু চার প্রকার
রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্যভেদ
"এ" "বি" "এবি" ও "ও "বিভাগ।
ধর্ম নিজস্ব বিশ্বাস ও সাধন পথ মাত্র।
বৃথাই মানুষ করে ধর্ম জাতি ভেদাভেদ।