কাত্যায়ণীদেবী মহিষাসুরমর্দিনী দেবীপার্বতী
পূজিতা দেবী শারদ শুক্লপক্ষ ষষ্ঠী পূণ্যতিথি ঋষিবর কাত্যায়ণ কন্যা দেবী শক্তি রূপিণী
চন্দ্রহাস্যোজ্জ্বল বদনী দেবী দানবঘাতিনী
অষ্টাদশভূজা দেবী কৃষ্ণকেশী ত্রিনয়নী
সহস্রসূর্য্যপ্রভাযুক্তা দেবী শৌর্য রূপিণী
শিবত্রিশূল বিষ্ণুসুদর্শনচক্র ইন্দ্রবজ্র
অগ্নিশক্তি বরুণশঙ্খ বায়ুধনুক সূর্যতূণীর কুবেরমুদগর কালখড়্গ বিশ্বকর্মাকুঠার ব্রহ্মঅক্ষমালা কমন্ডলুধারিণী দুর্গা রূপিণী
বিল্বপত্র সরোজ পুষ্পে প্রীতা দেবী
ধর্ম অর্থ কাম মোক্ষ দায়িণী
পদ্মাকরা দেবী বরদা অভয়দায়িণী।
মর্মার্থ: কাত্যায়নী দেবী মাদুর্গার একরূপ।শারদ শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পূজিত হন।
মহর্ষি কাত্যায়ণের কন্যা তিনি।চন্দ্রের মতো হাস্যোজ্জ্বল মুখ দেবীর। আঠারো হাত,কালো চুল,তিন নয়ন দেবীর। হাজার সূর্যেরপ্রভা যেন দেবীর শরীর হতে বিচ্ছুরিত হচ্ছে। শিবের ত্রিশূল,বিষ্ণুর সুদর্শনচক্র, ইন্দ্রের বজ্র অগ্নির শক্তি, বরুণের শঙ্খ, বায়ুর ধনুক , সূর্যের তীর যুক্ত তূণীর,কুবের এর গদা,কাল এর খড়্গ, বিশ্বকর্মার কুঠার, ব্রহ্মার জপমালা ও কমন্ডলু,ও পদ্ম ফুল ধারণ করেন দেবী তাঁর আঠারো হাতে।বেলপাতা পদ্মফুলে দেবী সন্তুষ্ট হন। ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করেন।বর ও অভয়দান করেন ভক্তদের।
্