কালরাত্রি দেবী দুষ্টসংহারিণী দেবী পার্বতী
পূজিতা শারদ শুক্লপক্ষ সপ্তমী পূণ্যতিথি।
চতুর্ভুজা ত্রিনয়নী মুক্তকেশী দেবী শুভঙ্করী
বরদা অভয়দায়িণী দেবী খড়্গধারিণী।
লৌহ মুদগরধারিণী দেবী শুম্ভনিশুম্ভবধিণী
রক্তজবাপুষ্পে প্রীতা দেবী অশুভনাশিনী।
পরমান্নে প্রসন্না দেবী শুভফলদায়িণী
মহাকালি ভদ্রকালী রুদ্রাণী বজ্রমালাধারিণী।
মর্মার্থ: কালরাত্রি দেবী মাপার্বতীর এক রূপ। তিনি দুষ্টের সংসার করেন।শারদ শুক্ল সপ্তমী পূণ্যতিথিতে পূজিত হন। দেবীর চার হাত,তিন নয়ন,দেবী এলোকেশী, শুভ করেন ভক্তদের। ভক্তদের বর ও অভয় প্রদান করেন।দেবী অগ্নি, জল ও পশুদের থেকে রক্ষা করেন। দেবীর হাতে খাঁড়া ও লোহার গদা থাকে।দেবী এই কালরাত্রি রূপ ধারণ করে শুম্ভ ও নিশুম্ভ নামক অসুরকে বধ করেছিলেন। লাল রঙের জবা ফুলে মা সন্তুষ্ট হন।পায়েস ভোগে প্রসন্ন হন। দেবীর গলায় বজ্র মালা থাকে। দেবীর অন্য নামগুলো হলো মহাকালি, ভদ্রকালী, রুদ্রাণী, শুভঙ্করী।