ব্রহ্মচারিণী দেবী জ্যোতির্ময়ী অপরূপা পার্বতী
পূজিতা দেবী শারদ শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি।
শ্বেত বস্ত্র পরিহিতা দেবী দ্বিভূজা ত্রিনয়নী
গৌরবর্ণা পুষ্পালংকার ভূষিতা ব্রহ্মরূপিণী।
পদ্মবদনা দেবী কমন্ডলু জপমালাধারিণী
শিবইপ্সিতাদেবী কঠোর নির্জলা তপশ্চারিণী।
দেবদর্পচূর্ণকারিণী দেবী সর্ব বেদ বিচরিণী
যূথিকাচন্দনে সন্তুষ্টা দেবী জ্ঞানসিদ্ধিপ্রদায়িণী।