দেখি চেয়ে চেয়ে
দুই হলুদ পাখি
তুলো গাছে করে
সারা দিন মাতামাতি
ডালে ডালে ঘুরে
খায় তুলো বীজ
তারপর একটু তুলো
মুখে নিয়ে যায়
প্রাচীন বট গাছে
যত্নে বেঁধেছে বাসা
তুলোর গদিতে শিশুপাখি
খড়কুটো ঘর খাসা
পিতৃত্ব মাতৃত্বে সুখী
পাখির কত ভালোবাসা
পরনির্ভর ডানাহীন শিশুপাখি
সারাদিন করে ডাকাডাকি
যত্নে খাওয়ায় বাবা-মা
আমি তাকিয়ে দেখি
অক্লান্ত স্নেহ অনুভব
দিনরাত্রির অতন্দ্র প্রহরী
সংসার সুখে সুখী
ছোট্টপাখি জীবন মনগ্রাহী।