বিষণ্ণ মন
নয় অকারণ।
হারায় কতোকিছু
শূন্য জীবন।
নশ্বর সব কিছু
তবু ছুটি পিছু পিছু।
আঁকড়ে ধরি
অমূল্য জীবন
আমার প্রিয়জন।
কখনো আসে ঝড়
কখনো সুনামী।
উত্তাল বিধ্বংসী।
তবু ভেসে চলে
মোর পানসী।
শক্ত হাতে হাল
ধরে না তো কেউ।
বয়ে চলে সেই দিকে
যে দিকে নিয়ে যায় ঢেউ।
বন মহুয়ার সুধায়
দিই কল্প উড়ান।
দেখি অমানিশা
হয়েছে অবসান!
সামনে সোনার ভোর!
ছন্দে ছন্দে নাচি
নাচি বিলোলহিল্লোল!
চিত্ত আত্মহারা।
মনে বহে সুখের কল্লোল!
বিষণ্ণ মন
দেখে অলীকস্বপ্ন।
কিছুক্ষণ!



  



16.03.2022
বুধবার