বিবাহ আসলে ব্যবসা
এখানে ভালোবাসা নয়
অর্থসম্পদই শেষ কথা!
বিবাহের সময় হলেই
পুরুষ নিজেকে ভাবে
মূল্যবান এক পণ্য!
হন্যে হয়ে খোঁজে
অর্থ বিত্তবান শ্বশুর
পেতে বিবাহের মূল্য!
বহু দিনের ভালোবাসা
নিমেষে যায় ভুলে
আদৌ কি মানুষ এরা?
কতো চোখের জলে
ভিজে যায় একনিষ্ঠ প্রেমিকা
দেখে না ফিরে এরা!
এরা প্রেমিক নয় মানুষ নয়
এদের সহজেই যায় কেনা
এরা বিবাহ হাটের ভেড়া!
অপেক্ষারত ব্যবসায়ী যেন
কুরবানীর হাটের বৃহৎষাঁড়
চায় নিজের নিলাম হোক
বৃহৎমূল্যে হোক বর কেনা!