🌹🌹🌹🌹🌹
ঘুম জড়ানো চোখে
শীতল শান্ত ভোরে
মন খুঁজে ফেরে
সেই পুরানো তোমাকে।
অচেনা মানুষ হতে
জীবন সাথী হয়ে
অতি আপন স্পর্শে
মিশে গেলে স্বভাবে।
তোমার নীরব উপস্থিতি
কোমল স্নিগ্ধ মতিগতি
অপলক চেয়ে দেখি
ঘুমন্ত প্রিয়তম তোমাকে।
🌹🌹🌹🌹🌹
তোমার অধীর অপেক্ষায়
দিনগুলি মোর যায়
অস্তরাগের মায়াবী আলোয়
মন তোমাকেই খুঁজে পায়।
🌹🌹🌹🌹🌹
তুমি চাইলে নীরবতা
আমি দিলাম ভালোবাসা।
নীরব প্রেমের গল্পগাঁথা
হৃদয়প্রাচীরে হবে লেখা।
পারবেতো তুমি প্রিয়
পড়তে নীরব ভাষা।
মৌন মিছিল হলো
আমার সকল আশা।
সজল হলো বেদনায়
চোখের দুটি তারা।
বুঝবে কি প্রিয়তম
নীরব সকল অভিলাষা।
🥀🥀🥀🥀🥀
শেষ হোক সব
থেমে যাক ভাবনা
অব্যক্ত যত যাতনা
সুদীর্ঘ ব্যর্থ প্রতীক্ষা
হতাশা আঁধার অমাবস্যা
চূড়ান্ত বঞ্চনার আঘাত
অদৃশ্য রক্তাক্ত হৃদয়
শান্ত হোক সব।