প্রিয়তম,
তুমি জানো কি?
প্রতি পদক্ষেপে
মন খোঁজে কাকে?
শান্তদুপুর অস্তরাগে
সোনালী মেঘ নদীতটে?
ব্যস্তশহর কোলাহলে
তীর্থ মন্দির পথে?
ঈশ্বর অন্তর্যামী
হাসেন লাজুক চোখে!
নির্লজ্জ উশৃঙ্খলমন
শু‌ধু খোঁজে তোমাকে!