চলো লিখি
এক নীরব প্রেমের উপন্যাস!
আজীবন অপেক্ষা
পৃথক বহু দূর বসবাস!
নিভৃত প্রহর
বিরহে উথাল পাথাল হবে!
জোনাকি রাতে
মনপারিজাত তোমার আশায় রবে!
প্রেম সুরভীতে
আকাশ বাতাস মুখরিত হবে!
হৃদয় ছন্দে
প্রতি স্পন্দনে তুমি রবে!
জীবন সাগর
অথৈজলে ভাসিয়ে দিলাম সব!
যাবো কোথায়
নেই ঠিকানা অজানাতো পথ!
তবুও যাবো
তোমার দিশায় হিসাবনিকাশ ভুলে!
অদ্বিতীয় গল্পকথা
হোক তোমায় আমায় মিলে!