প্রিয়তম তুমি অমূল্য মুক্ত
আমি অপ্রয়োজনীয় ঝিনুক!
আমার মনের মৃত্যুতেই
তোমার হবে প্রকাশ?
বেশ তাই হোক!
বহুকাল ধরে গোপনে
রেখেছি তোমায় যত্নে!
ভেঙে আমার খোলক
এবার হবে অন্যের?
বেশ তাই হোক!
আমার নয়ান জলে
বিতৃষ্ণা তোমার জাগে!
সাগরের বুক ছেড়ে
যাবে নতুন ঘরে?
বেশ তাই হোক!
সূচনা নতুন জীবন
হোক তোমার সুনাম!
আমি অপ্রয়োজনীয় ঝিনুক
এক অবাঞ্ছিত বন্ধন?
বেশ দিলাম মুক্তি!
প্রিয়তম তুমি মুক্ত।