ভাঙে মেঘ
ভাঙে মন
অঝোরে বৃষ্টি
নামে তখন।
ভেজা পাহাড়
ভেজা নয়ন
অসহায় দিশাহারা
কিংকর্তব্যবিমূঢ় তখন।
সময় নিষ্ঠুর
সময় ওষুধ
সযত্নে প্রলেপ
দেবে তখন।
জীবন উপন্যাস
জীবন কবিতা
কোমল হৃদয়
রচে তখন।





পাহাড়ে কখনো কখনো প্রচন্ড বৃষ্টিপাত হয়।একে মেঘ ভেঙে বিপত্তি বলা হয়।