দেখি মুগ্ধ হয়ে দেখি
তোমার ঘুমন্ত নিষ্পাপ মুখখানি।
শুনি মগ্ন হয়ে শুনি
তোমার গভীর শ্বাসপ্রশ্বাস ধ্বনি।
বহু শতক্রোশ দূরে আছো
তবুও আজ কতোকাছে তুমি।
অপলকে দেখি অনুভব করি
তোমার প্রেম তোমার বাণী।
এই শুভরাত্রি হোক অক্ষয়
হৃদয় বন্ধন হোক চিরন্তনী।
আলোক বর্তনী তরঙ্গে নয়
এবার সশরীরে এসো তুমি।
একযুগ পথ চেয়ে আছি
আনমনা নিশ্চুপ ক্লান্ত বিরহিনী।


রচনাকাল:
রবিবার
ভোরবেলা
01/10/2023