কেন উচ্ছ্বল ঝর্না হয়ে
এলে আমার জীবনে।
আমি তো ভেসে গেলাম
তোমার সাথে উজানে।
তবে আজ কেন বলো
একলা আমি ভুবনে।
পড়েছি যেন গভীর খাদে
মুক্তি হবে মরণে।
দুঃখ কেন পেলাম এতো
তোমাকে ভালোবাসার কারণে।
কি অপরাধ আমার ছিল
ঠাঁই হলো না চরণে।
একটুও লাগলো না মায়া
আমার অধিকার হরণে।
নীরবতার শাস্তি দিলে আমায়
তবুও আছো মননে।
পারবো না ভুলতে তোমায়
থাকবে সদা স্মরণে।