তুমি এক পলকে করেছিলে আপন
আজ এক পলকে করলে পর
তুমি আছো সকলের জন্য
শুধু আমার জন্য নীরব
এমন দিন আসবে ভেবেই
করতে চাইনি বন্ধুত্বের সীমাপার
তখন শাসন করতে আমায়
আমি বুঝিনা তোমার প্রেমউপহার
বলতে কঠিন পাষাণ মন আমার
ফেরাই তোমার ভালোবাসা অঙ্গীকার
চেয়ে দেখো তুমি আজ
আমিই পেলাম অবহেলা অনাদর
জগত দেখি বড়ো কঠিন
নেই তো আমার ঘর।


রচনাকাল: দুপুর 12 টা
শুক্রবার 28.07.2023
চন্দননগর