একাকিত্ব করি উপভোগ
বৃথা অভিমান অভিযোগ।
জীবন আশা নিরাশাহীন
মন মহাশূন্যে বিলীন।
গভীর রাত্রি নিস্তব্ধ
হৃদয় দুয়ার অবরুদ্ধ।
স্মরণে তুমি প্রতিমুহূর্ত
পলকে অতিক্রান্ত প্রেমঅব্দ।
নিরুত্তাপ পূর্ণিমা জ্যোৎস্না
অর্থহীন জীবন বিতৃষ্ণা।
হেমন্ত বসন্ত উত্তালবর্ষা
নিষ্ফল বিশ্বাস ভরসা।
নিষ্কলঙ্ক দেহ পরিধান
শেষ সম্বল আত্মঅভিমান।
অনুশোচনাহীন অনুরাগহীন মন
বীতশোক মায়ামুক্ত বাতায়ন।
ধাবিত ক্ষুরধারপথে অনুক্ষণ
অন্তিম আশ্রয় অনুসন্ধান।