দিগন্ত বিস্তৃত নীল আকাশ সাদামেঘ
চারিদিক ঢাকা নীল সাদা বরফে
বড় মায়াবী লাগে পৃথিবী আর তোমাকে।
প্রকৃতির শীতলতা আর তোমার উষ্ণতা
আজ মিলেমিশে একাকার হল পাহাড়ে
অমোঘ টানে তোমরা কেন ডাকো আমাকে।
কি অবর্ণনীয় অনুভূতি জাগে প্রাণে
তোমার বুকে মাথা রেখে প্রভাতীস্বর্ণাভসূর্য
আর তোমার মায়াময় ঘুমন্ত প্রিয়মুখ দেখে।
হৃদয়ের অলিন্দে নিলয়ে ওঠে স্বর্গীয়সুর
আমি ফিরে ফিরে আসি রুক্ষবন্ধুরপথে
দুর্গম গিরিপথ কষ্ট যন্ত্রনা সয়ে বহুদূর।
শিশিরের আকুতি যেমন শীতল ভোরের
আকুলতা সবুজঘাসের বুকে শোভিত হবার
আমার আকাঙ্খা তোমার বুকে মিলিত হবার।
এসো হৃদয়েশ্বর সিঁদুরে রাঙাও সিঁথি
পরম যত্নে গড়ো জীবনের সুখস্মৃতি
এসো প্রিয়তম তোমার উত্তাল আবেশে মাতি।
রচনাকাল:03.15 AM
রবিবার 14.02.2023