কেন জাগালে মনে ভালোবাসা
ব্যাকুলতা প্রাণের টান।
হতবাক আমি অনুভব করি
হৃদয়ে প্রেমের বান।
স্হির মন আজ অস্হির
অসহিষ্ণু হয় অদেখায়।
চির অবিচল নির্বিকার হিয়া
বিচলিত হয় ভাবনায়।
থাকে না সময় জ্ঞান
চিত্ত চাতকীসম উদ্বেলিত।
সমাগত জীবনের অমূল্যক্ষণ
সাগরমোহনায় নদী প্রতিক্ষারত।
দাও নবজীবন স্বপ্নময় ভুবন।
মধুরতম নিবিড় আলিঙ্গন।
এসো হৃদয়েশ শান্ত করো
আমার আকুল প্রাণ।
রচনাকাল: সকাল 10.30 AM
সোমবার 13.02.2023