প্রিয়বন্ধু,
তুমি করো কি আমার অপেক্ষা
তোমার হৃদয় গহীন হতে?
তুমি করো কি আমায় স্মরণ
তোমার ব্যস্ততায় একাকিত্বে?
তুমি দেখো কি আমার অবয়ব
সহস্র ভীড় পথে লোকারণ্যে?
তুমি পাও কি আমায় স্বপ্নাবেশে
শীতল গভীর রাতে একান্তে?
তুমি করো কি আমায় অনুভব
তোমার কুসুম কোমল ওষ্ঠে?
তুমি চাও কি আমায় নিবিড়তায়
তোমার ভবিষ্যৎ জীবনগতিপথে?
তুমি দেবে কি আমায় মর্যাদা
তোমার প্রথমা অর্ধাঙ্গিনী অধিকারে?
রচনাকাল: 03.00 AM
বৃহস্পতিবার 09.02.2023