নীরব রাত বয়ে যায়
তোমার অধীর অপেক্ষায়।
নিভৃতে আনমনে দেখি
অপরূপ পূর্ণচন্দ্রশোভা।
তারই মাঝে ফুটে ওঠে
তোমার শ্রীমুখ মনোলোভা।
কতো যে চাই তোমায়
একান্তে বেলা অবেলায়।
পারি না বলতে তোমায়
সবই অব্যক্ত রয়ে যায়।
কেন যে জড়ালে আমায়
মন দেওয়ানেওয়া খেলায়।
জীবনপথ সহজ হলো
নাকি কঠিন তপস্যা।
না বুঝি তোমার মন
ঈশ্বরের কি অভিপ্সা।
রচনাকাল:12.30 AM
সোমবার 09.01.2023
চন্দননগর