তুমি এসো
আলোকজ্জ্বল প্রভাত হয়ে
আবিরের রং নিয়ে।
তুমি এসো
সোনাঝরা গোধূলি হয়ে
আমার স্বপ্ন নিয়ে।
তুমি এসো
আমার ভালোবাসা হয়ে
আদর সোহাগ নিয়ে।
তুমি এসো
পাহাড়ী মেঘভাঙা বর্ষা হয়ে
অশেষ আনন্দধারা নিয়ে।
তুমি এসো
জীবনের পরম বন্ধন হয়ে
হৃদয়ভরা অনুরাগ নিয়ে।
রচনাকাল: ভোর 5 AM
মঙ্গলবার 31.01.2023