তোমার মায়ায় বেঁধে
তোমার ছায়া হতে চাই।
অপ্রকাশিত কথাগুলো
তোমায় বলে যেতে চাই।
শ্বেতশুভ্র মেঘকন্যা হয়ে
তোমার দেশে ছুটে যাই।
তোমার প্রেমের স্রোতে
কখনো উত্তাল সাগর হই।
কখনো শান্ত শীতল
নিস্তরঙ্গ জলধি হয়ে যাই।
প্রেমের মঞ্জরী হয়ে
তোমার কায়া হয়ে যাই।
অনুভব করো কি তুমি
জন্মজন্মান্তর তোমার হতে চাই।
আমার মন সূক্ষ্মআত্মা
তোমাকে ঘিরে আছে সদাই।
রচনাকাল: সন্ধ্যা 6.45 PM
15.12.2022