ভালোবাসি তোমায় রাশি রাশি
তাই তো রোজ পাঠাই অঞ্জলি ভরে খুশি।
যে দিন হারিয়ে যাবে এই অনাবিল হাসি
তুমি বুঝে নিও আমি আর নেই
সাদা মেঘ হয়ে গেছি কিম্বা ভাঙা এক বাঁশি।
গর্জাবে না আর বর্ষাবে না আর
তুলবে না আর নতুন কোনো সুর।
তুমি হবে আঁখি জলে বানভাসি।
তুমি করো না আমায় বারণ
খুঁজো না আমার দুষ্টুমির কোন কারণ।
কিছু কথা আর কিছু হাসি শুধু রয়ে যাক
তোমার স্মৃতিপটে অমলিন হয়ে থাক।
হাসি ছাড়া হয় নাকি জীবন?
দুঃখ বলে "হাসিতেই আমার মরণ"।
চলো না থাকি হাসি মুখে
ফিরে যাই শৈশবে
হই বালকসম মনের সুখে।
ধূলি মাখি সারা গায়
ছুটে বেড়াই সারা গাঁয়।
আমি দুষ্টু হতে চাই অশেষ
হোক এটাই আমার কাজ।
তুমি রাগ করো না
মান করো না আমার মহারাজ।




30.04.2022