তপ্ত হৃদয়ে জাগে পরমেশ্বর স্মরণ
প্রণমী তোমায় প্রিয় দিবানিশি প্রভাতক্ষণ
তোমার অদর্শনে ব্যাকুলতা প্রাণে
নির্বাক নিশ্চল অন্তরাত্মা তুমি বিহনে।
6.00 AM



কিংকর্তব্যবিমূঢ় হইয়া দেখি
নববরবেশে সাজিয়াছে প্রিয়বর
অশ্রুজলের অবিশ্রান্ত ধারায়
নিভিলোনা হৃদয় অগ্নিকর
এক লহমায় অতিআপন
হইলো আজীবন পর
অনুশোচনাহীন মানবপ্রকৃতি
অবলীলায় ভাঙিল ঘর
বিধাতার ন্যায় বিচার
দেখিবো কবে আর?

10.00 PM





ক্ষণস্থায়ী জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী
সুখ দুঃখ যাযাবর পরিযায়ী
আমিও হলাম অমৃত সন্ধানী
গ্রাম্য পথে খুঁজি শান্তির পদধ্বনি।  

4.00 PM



এমন নিকষ আঁধার রাত্রি
দেখি নাই কভু আর
ফুলসজ্জার উৎসব প্রহর
দহন যাত্রা আমার .....


11.15 PM  





নিকষ আঁধার রাত্রি
শিরে উন্মুক্ত বাতায়ন
মৃদু মন্দ শীতল বাতাস
করিছে সন্তপ্তভাল চুম্বন
নিষ্পলক শোকস্তব্ধ নিশি
জাগ্রত ঋতুরাজ ফাল্গুন
পর্ণমোচন পর্ব হেথায়
সুদূরে আলিঙ্গনে নূতন
জীর্ণ বৃক্ষ শাখাপ্রশাখা
নির্বাক সহিছে নির্বাসন
পুষ্পিত অধ্যায় অতীত
শূন্যতার সদর্প আগমন
কন্টকময় অতীত পথ
অসহনীয় মর্ম নির্যাতন
আর্তনাদে কম্পিত দেহ
সাক্ষী ঈশ্বর গৃহকোণ
নবাগত প্রভাত বন্দনায়
বিমুখ নিষ্পাপ হৃদিমন
বসন্ত বিষাদের অনন্তপুর
বিধির নিষ্ঠুরতম প্রহসন
অগ্নি স্নানে নিভিবে
জীবনের সকল দহন।