আকন্ঠ করিলাম পান
ভালোবাসার গরল নীল
তীব্র অন্তর দহন
হইবেনা কভু লীন
সম্মুখে দেখিলাম অতিআপন
সময় খরস্রোতে বিলীন
পুষ্পিত পলাশ বসন্ত
ব্যর্থ ফাল্গুন আকাশ সুনীল ...