ভালোবেসে ছেড়ে যেতে নেই প্রিয়
এ যে সাক্ষাৎ অগ্নিদগ্ধ মৃত্যুদণ্ড
ফিরে এসে ভালোবাসো তুমি প্রিয়
এ প্রার্থনা করি প্রতি দন্ড
কিসের উন্মত্ত অভিলাষী তুমি প্রিয়
কি অপার মূর্খতা পুরুষ দন্ড
ভালোবাসা মাপো কোন এককে প্রিয়
কি সেই আজব ভুল মানদন্ড
আমি অধীর অপেক্ষা করি প্রিয়
কবে সরব হবে ঈশ্বরের ন্যায়দন্ড...