আমার সিঁদুর ভালোবাসা তুমি
আমার পূজা শ্রদ্ধা তুমি
আমার পরমেশ্বর তুমি
আমার সম্পূর্ণ পৃথিবী তুমি

আমার বিশ্বাসভঙ্গকারী তুমি
আমার স্বপ্নের খুনি তুমি
আমার আত্মাকে জীবন্ত পুড়িয়ে
সুখ সাগরে ভাসলে তুমি.....