🌹🌹🌹🌹🌹
তুমি থাকো প্রিয়তম
আমার একান্ত কাছে
তোমার সাথে দেখবো
সুনীল আকাশ নবভোর
পড়বে প্রথম সূর্যকিরণ
তোমার ঘুমন্ত প্রিয়মুখে
আবেশিত সকাল হবে
আমি দেখবো অপলকে
তোমার স্নিগ্ধ পরশে
আমি হারাবো নিজেকে
তোমার সান্দ্র প্রেমে
হবো অনন্তকাল লীন
তুমি এসো প্রিয়তম
হয়ে আমার সুদিন।
🌹🌹🌹🌹🌹
তোমার ভালোবাসা ফুরিয়ে গেছে?
আমার প্রতি টান হারিয়ে গেছে?
একপশলা বৈশাখীঝড় থেমে গেছে?
মন কুঁড়ে ঘর ভেঙে গেছে?
সুখ স্মৃতি টুকু রয়ে গেছে?
অচেনা পর আপন হয়ে গেছে!
তোমার স্পর্শ সিঁদুরটুকু রয়ে গেছে!
প্রেম অন্তঃক্ষরা নদী হয়ে গেছে!
চেতন অবচেতন অনুভবে মিশে গেছে!
অনন্ত মনবন্ধন হয়ে থাকবে সাথে!
🥀🥀🥀🥀🥀
আমি খুঁজি না আর প্রিয়তম তোমাকে
খুঁজি শুধুই অপরিণত অবোধ নিজেকে
স্নিগ্ধ তরুছায়া নতমস্তক মায়া আবেগে
পুরাতন মন চঞ্চলা কিশোরী আমিকে।